ANNUAL PUJA WAS HELD TODAY AT ARJUNPUR IN BAGUIATI

Annual puja was held today at Arjunpur in Baguiati by astrologer Debashish Goswami . In the next few months, the official inauguration of the Sri Mandir of Hooghly’s third Adi Guru Shankaracharya and Premavatar Sri Chaitanya Mahaprabhu is going to take place.

শঙ্করম লোক শঙ্করম

আজ বাগুইআটির অর্জুনপুরে অনুষ্ঠিত হল বার্ষিক পূজা।

আগামী কয়েক মাসের মধ্যেই হুগলির তৃতীয় আদি গুরু শঙ্করাচার্য ও প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে।

জগত গুরু আদি শঙ্করাচার্য্যর আশীর্বাদ এবং বর্তমান অনন্ত শ্রী বিভূষিত জগত গুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ এর আশীর্বাদ নিয়ে পরবর্তী শিলিগুড়িতেও মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

আদি গুরু শঙ্করাচার্য মন্দির ও সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট আগামী দিনে পশ্চিমবঙ্গে সকল জেলায় মন্দির নির্মাণ এর সংকল্প গ্ৰহন করেছে। সকলের সহযোগিতা প্রয়োজন।

হর হর মহাদেব

জাগো হিন্দু জাগো